Breaking News

চরভদ্রাসনে মীনা দিবস-২০১৮ পালিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে মীনা দিবস-২০১৮ পালিত হয়েছে। 

চরভদ্রাসন উপজেলা প্রাথথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ২৪শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। 
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রাঃ শিঃ অফিসার সুজন কুমার সাহা ও সহকারী শিক্ষা অফিসার জামালউদ্দিনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
 পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

No comments