মির্জাপুরে নিউএইজ টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
মির্জাপুর (টাঙ্গাইল)-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগর এলাকায় অবস্থিত নিউএইজ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে এ দূর্ঘটনাটির সূত্রপাত ঘটে। এ অগ্নিকান্ডে কারখানার বার্টন তৈরীর মেশিন, মালামাল ও অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নির্বাপনে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস, পুলিশ ও মিলের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলেকট্রিক শর্টসার্কিটের কারণে ৭টার দিকে নিউএইজ বার্টন তৈরীর কারখানার ভিতরে ডাস্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বার্টন কারখানার বিভিন্ন স্থানে ছরিয়ে পরে। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও মির্জাপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা কাজ শেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন।
এ ব্যাপারে কারখানার এ্যাডমিন ম্যানেজার মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বার্টন তৈরীর ডাস্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে কারখানার কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতির পরিমাণ ধারণা করে বলা যাচ্ছে না, তবে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, তদন্ত শেষেই বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
No comments