চরভদ্রাসনে মাদক বিরোধি চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন
নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জেলা পুলিশ এর উদ্যোগে এক মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।বুধবার বিকাল ৩ টার সময় চরভদ্রাসন উপজেলা সংলগ্ন মোস্তফা কমিউনিটি সেন্টারে উপজেলার প্রাইমারি স্কুল ,হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার,উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার মো জামাল পাশা,সদর সার্কেল আতিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ।প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
No comments