হবিগঞ্জে রেল-লাইনের ২টি স্লিপার নেই, ৬ ঘণ্টা রেল চলাচল বন্ধ
আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি -হবিগঞ্জের মাধবপুরে রেল-লাইনের দুটি স্লিপারের মাঝখানের ২২ ইঞ্চি রেলের শিক কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ।শুক্রবার (২১ ডিসম্বের) দুপুর ১টায় লাইন ঠিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাজিদুর রহমান জানান, ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনে মাধবপুর উপজেলার শাহপুর বাজারের দক্ষিণে রেললাইনের দুটি স্লিপারের মাঝখানের ২২ ইঞ্চি রেলের শিক কেটে নেয় দুর্বৃত্তরা। এরপর থেকেই সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শুক্রবার ভোর থেকে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রেললাইনটি স্বাভাবিক করে রেলওয়ে বিভাগ। পরে দুপুর ১টায় রেল চলাচল স্বাভাবিক হয়।খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তারা ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জেলা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
No comments