Breaking News

চরভদ্রাসনে বালিয়া ডাংঙ্গী কমিউনিটি ক্লিনিকের উদ্ভোধন

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাংগি গ্রামে “বালিয়া ডাংগি কমিউনিটি কিøনিক” এর শুভ উদ্ভোধন করা হয়।


মঙ্গলবার দুপুর ১২ টায় ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মোঃ আবু জাহের এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, প্রধান সহকারি ফরিদপুর সিভিল সার্জন সেলিম মিয়া , উপজেলা সেনেটারি অফিসার মাহাবুবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আঃ হাই মোল্যা, হিসাবরক্ষক মোঃহায়দার, উপজেলা স্বাস্থ্য সহকারি আসাদুজ্জামান, সি.এইচ.সি.পি শাহিনুর রহমান ও স্থানিয় লোকজন।
জানা যায়,উক্ত গ্রামের ফৈজদ্দিন শিকদার ও আবু বক্কর শিকদার এর দানকৃত ৫ শতাংশ জমিতে এই ক্লিনিক নিমার্ন করা হয়। যেখানে অত্র এলাকার সর্বস্তরের লোকজনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে।এছাড়া প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি করা হবে এখানে।

No comments