Breaking News

আইপিএলে কোহলির বেঙ্গালুরুকে ৭০ রানে প্যাকেট করে দিল ধনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক- আইপিএলের ২০১৯ এর প্রথম ম্যাচের শুরুতেই র‌্যায়েল চেলেন্জ্যারস ব্যাঙ্গালুরুকে ৭০ রানে অল আউট করে দিয়েছে চেন্নাই সুপার কিংস।টসে হেরে ব্যাটিং করতে নেমে ৬ রানে আউট হয়ে যায় ভিরাট,এর পর একে একে মইন আলী,ডি ভিলিয়ারস্,হেটমার, সিভম,গ্রান্ডহোম আউট হয়ে যায় ।এদের মধ্যে পার্থিব প্যাটেল মাত্র তিনের ঘরে পৌছায়।এদিকে চেন্নাইয়ের হরভজন সিং এবং ইমরান তাহির তিনটি করে উইকেট পায়।

No comments