Breaking News

চরভদ্রাসনে বিশ্ব যক্ষা দিবস - ২০১৯ পালিত

নাজমুল  হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ-“এখনই সময় অঙ্গীকার করার,যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” স্লোগান নিয়ে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ডেমেইন ফাউন্ডেশন ,চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর উদ্যোগে যক্ষা দিবস ২০১৯ পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় স্বাস্থ্য কম্পেলেক্স চত্তর হতে এক র‌্যালী বের করা হয়।র‌্যালীটি সদর বাজারের অলগলি প্রদক্ষিন করে স্বাস্থ্য কম্পেলেক্স সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা আবুল কালাম আজাদ। এছারা আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন মেডিকেল অফিসার ডা.রেজাউল,টি.এল.সি.এ শহীদুল ইসলাম, স¦াস্থ্য সহায়ক আসাদুজ্জাামান,মাহাবুব মৃধা ও হাসাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগন। 

No comments