Breaking News

নাগরপুরে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

file pic
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার ১৪ ডিসেম্বর ২০১৯ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে বাংলাদেশের ইতিহাসের নির্মম গণহত্যার মাধ্যমে পাকিস্তানিরা বাঙ্গালি জাতীকে মেধাহীন করতেই এমন হত্যাকান্ড চালিয়ে ছিল।  এই দিন বাংলাদেশের সকল প্রখ্যাত বুদ্ধিজীবিদের একযোগে হত্যা করে তারা। 

দিবসটি উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিলে মো. মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সাইদা ইয়াসমিন শিউলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, প্রচার সম্পাদক মোঃ খালিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আ. লীগ নেতা ও সাবেক ভিপি জহিরুল ইসলাম, লিটন, বেকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খান কিসলু, আ. লীগ নেত্রী লায়লা আলীম, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান লালন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এ্যাড. শাজাহান, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, নাগরপুর সরকারি কলেজের ভিপি আল মামুন সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

No comments