Breaking News

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র সহ সন্ত্রাসী গ্রেফতার


কবির হোসেন,রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে একটি ইটালিয়ান তৈরি  বিদেশী আগ্নেয়াস্ত্র ,দুই রাউন্ড সচল গুলি  ও একটি দেশীয় তৈরী শাটারগান চার রাউন্ড সচল গুলি সহ রঞ্জু খান (৩৮) নামে এক  সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে । এ সময় তার কাছ থেকে দুইশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু খান পাংশা থানার হাবাস পুর গ্রামের ফজলুল হক খানের ছেলে।

রাজবাড়ী ডিবি’র ওসি ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) লাবীব আব্দুল্লাহ এর নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত পৌনে দুটার দিকে  কালুখালি থানাধীন শেখ পাড়া গ্রামের জামে মসজিদ এর সামনে থেকে অস্ত্র ও ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু খান এর নামে কালুখালি ও পাংশা থানায় পূর্বের দুইটি মামলা রয়েছে।

No comments