পদ্মায় নিখোঁজ চার জনের কাউকে খুঁজে পাওয়া যায়নি আজও
রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীতে পাথরবাহী ট্রলার ডুবে ৪ শ্রমিক নিখোঁজ এখন পর্যন্ত নিখোজ রয়েছেন। গত ২০ শে ডিসেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার অন্তর মোড় নামক এলকায় পদ্মা নদীতে পাবনা থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রলার অতিরিক্ত নদীর স্রোত ও ভাড়ী বোঝার কারনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। ঐ দিন নিখোজ হওয়া চার জনের কাউকেই খুজে না পেয়ে পরদিন শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস । সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কারো এখনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ চারজন হলেনঃ সিরাজগঞ্জ নুরজ্জামান শেখ, আব্দুল শেখ, ফারুক প্রামানিক, আল-আলমিন ।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, পাবনার কাজির হাট থেকে গতকাল দুপুরে পাথর বোঝাই করে ১০ জন শ্রমিক রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুরের গোদার বাজার এলাকায় আসছিলেন। পদ্মা নদীর গোদার বাজার এলাকায় আসতে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় প্রবল স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা ১০ জন শ্রমিকের মধ্যে ৬ জন সাঁতরে পাড়ে উঠলেও বাকি ৪ জন নিখোঁজ হয়। পরে তাদের উদ্ধারের জন্য অভিযান চালায় ফায়ার সার্ভিস। তবে এখনও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত উদ্ধার কাজ আজ সন্ধ্যায় শেষ করা হয়েছে। নিখোজ চার জনের কাউকেই খুজে পাওয়া যায়নি। আগামীকাল খুলনা থেকে নেভি টিম উদ্ধার অভিযানে যোগ দেবে বলেও তিনি জানান।
No comments